ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রমিককেও তার কর্মের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ফখরুল ইসলাম খান।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 18, 2024 - 2:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান বলেন- শ্রমিকনেতা ও শ্রমিকদের মনে রাখতে হবে দুনিয়ার জীবন শেষ জীবন না। দুনিয়ার জীবন শেষ হওয়ার পর অন্যান্য মানুষের মত তাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন শ্রমিকনেতাকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে ঠিক একইভাবে একজন শ্রমিককেও তার কর্মের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যারা এসব জিজ্ঞাসার উপযুক্ত জবাব দিতে পারবে তারাই সেদিন কামিয়াব হবে। তাই আমরা চাই আমাদের শ্রমিক ভাইবোনেরা দুনিয়ায় সফলতার পাশাপাশি আখেরাতেও সফল হয় সেদিকে তারা অগ্রসর হবে। শ্রমজীবী ভাইবোনদের দ্বীনের পথে অগ্রসর করার জন্য কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

অদ্য ১৮ মার্চ সোমবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে উপজেলা সদরে পরিবহন শ্রমিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব ফখরুল ইসলাম খান এই কথা গুলো বলেন।

উপজেলা সভাপতি জুলেখ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রিন্সিপাল মো: আমির আলী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন আব্দুস সবুর, শ্রমিক নেতা সাবুল আহমেদ,ইব্রাহিম আলী, ইমরান আহমেদ, খালেদ আহমেদ, কাদির আহমেদ, শাহ কামাল, আবুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।