রবিবার (১৭ মার্চ) সকালে দিনটি পালনের শুরুতেই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য-শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৯-নওগাঁ, ৪-মান্দা আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম ব্রহানী সুলতান মামুদ (গামা) এমপি।
এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকী রুমা, সহকারী কমিশনার(ভূমি) জাকির মুন্সি, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিমউদ্দিন মন্ডল, সহসভাপতি সাইফুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক মোঃ নওশাদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খোদা বক্স, সাবেক কমান্ডার মোঃ আফছার আলী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র ছাত্রী, সুধীজন উপস্থিত ছিলেন।#