প্রচ্ছদ » » মান্দায় পথচারীদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ
মান্দায় পথচারীদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ
নওগাঁ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এস.এম ব্রুহানী সুলতান মামুদ (গামা),সদস্য শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটি ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক নওগাঁ জেলা আওয়ামী লীগ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল। মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ উপজেলার ১৪ টি ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।#