ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে আল- ফোরকান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 6, 2024 - 12:10 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে আল- ফোরকান ফাউন্ডেশনের এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ৫ এপ্রিল) বাদ জুমা শেষে গোড়াইল তালিমুল কোরআন হেফস ও নূরানী মাদ্রাসার ৩১ জন ছাত্রদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

মোঃ সামাদ সিকদারের সভাপতিত্বে মোঃ সোহাগ মিয়ার সঞ্চালনায় প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মির্জাপুর কলেজের সাবেক ভিপি আবু সাঈদ মিয়া, তাওহীদ ডেন্টালের ডাঃ জয়নাল আবেদীন মিতুল ও মাসুম সিকদার।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি লাভলু সিদ্দিকী সহ- গোড়াইল গ্রামের মমিনুল শিকদার, কাইজার মিয়া, বাবুল মিয়া, মশিউর রহমান রাব্বি, সোহাগ মিয়া, তুষার আহমেদ উপস্থিত ছিলেন।

আল-ফোরকান ফাউন্ডেশনের ভবিষ্যৎ সাফল্য কামনা করে দূয়া করা হয় । পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদ্রাসা ছাত্রদের মাঝে আর্থিক সহযোগিতা ও খাবার বিতরণ করেন ফাউন্ডেশনের সদস্য মোঃ কামরুল ইসলাম, মাসুম শিকদার, আহমেদ জিসান ও ফয়সাল আহমেদ।

আল-ফোরকান ফাউন্ডেশনের পরিচালক মোঃ মাসুম সিকদার বলেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি এই ফাউন্ডেশনের মাধ্যমে। আগামীতে আর যে কোন সামাজিক উন্নয়ন মূলক কাজে পাশে থাকব। এজন্য সকলের কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করছি।