রহমতউল্লাহ আশিক, নওগাঁ রাজশাহী : নওগাঁর বদলগাছী উপজেলায় ফেনসিডিলসহ উজ্জল মণ্ডল (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
১৫’ই মে বুধবার ভোরের দিকে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।
আটককৃত উজ্জল মন্ডল ইউনিয়নের খাঁপাড়ার এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
বুধবার সকাল ১০টার দিকে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত উজ্জল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব এর একটি গোয়েন্দা দল তার গতিবিধির উপর নজরদারী শুরু করে। এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের বিষয়টি জানতে পেরে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল বদলগাছী থানার মথুরাপুর ইউপি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এসময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত আসামি উজ্জলকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।