বালাগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটের লড়াইয়ে মাঠে এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃসিলেট জেলার বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে মাঠে নেমেছেন অবিভক্ত বালাগঞ্জ উপজেলার (১৪ ইউনিয়ন) সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর। উপজেলার বিভিন্ন এলাকায় গন সংযোগে ব্যস্ত সময় পার করছেন।
শনিবার (১৯ই মে) দিনব্যাপী বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরী পুর ইউনিয়নের, ,আজিজ পুর বাজার, বাংলা বাজারসহ বিভিন্ন জায়গায় গন সংযোগ,কররন। বালাগঞ্জ উপজেলার পরিষদ নির্বাচন। গা-ঝাড়া দিয়ে উঠেছে বিভিন্ন প্রার্থীর কর্মীরা। আড্ডা ও চায়ের কাপে উঠেছে আলোচনার ঝড়।
বালাগঞ্জ উপজেলার নির্বাচনে প্রচার- প্রচারণায় এগিয়ে রয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা সৈয়দ আলী আছগর। সবকিছু পেছনে ফেলে আবারো আলোচনার শীর্ষে উঠেছেন মেধাবী পরিচ্ছন্ন ব্যক্তি মাওলানা সৈয়দ আলী আছগর। তৃণমুলেও পছন্দের শীর্ষে রয়েছেন তিনি।
এবিষয়ে মাওলানা সৈয়দ আলী আছগর বলেন,আমি আপনাদের দোয়ায় এবং ভোটে যদি আবারও উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হতে পারি তাহলে উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে বাস্তবায়ন করবো।