জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা উপকরণ মেলায় প্রথম ময়মনসিংহ
ময়মনসিংহ প্রতিনিধি:শিশু বান্ধব শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা এই শ্লোগানকে ধারণ করে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা, মিনা চলচ্চিত্র প্রদর্শনী, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শিক্ষা উপকরণ মেলা, মিনা চলচ্চিত্র প্রদর্শনীতে ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিস প্রথম স্থান অর্জন করে।
ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে
রবিবার ২৬মে সকালে ময়মনসিংহের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) মাহফুজুল আলম মাসুম,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহকারী পরিচালক তাহমিনা আক্তার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ময়মনসিংহের সুপারিনটেনডেন্ট
(ভারপ্রাপ্ত),মো:জয়নাল আবেদীন প্রমুখ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মো:শফিউল হক এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা র্যালী ও মেলায় অংশগ্রহণ করেন।
এই উপলক্ষে ময়মনসিংহ জেলার মোট উপজেলার অংশগ্রহণে শিক্ষা উপকরণ মেলার আয়োজন করা হলে মেলায় দশটি উপজেলার ১০টি উপকরণ প্রদর্শনীতে প্রথম নির্বাচিত হয়ে পুরস্কার অর্জন করে ময়মনসিংহ সদর উপজেলা। পরে সদর উপজেলা শিক্ষা অফিসার মদিকা পারভীন এর হাতে এই পুরস্কার তুলে দেন বিভাগীয় ও জেলা শিক্ষা কর্মকর্তারা।