ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে কৃষি মেলা ও সার বিতরন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 30, 2024 - 4:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার ও কৃষকদের মাঝে প্রণোদনার বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩০ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-’২৪ অর্থবছরে খরিফ-২/২০২৪-’২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ এর সংসদ সদস্য জিয়াউর রহমান ভার্চুয়ালী মোবাইল ভিডিওর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ও শামিমা ইয়াসমিন লিপি।

এদিন অতিথিবৃন্দ কৃষি অফিস চত্বরে কৃষি প্রযুক্তি মেলার ১৩টি স্টল পরিদর্শণ ও র‌্যালী শেষে ৩ দিনব্যাপি কৃষি পযুক্তি মেলার উদ্বোধন করেন।