ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:০৭ অপরাহ্ন

দ্বিতীয় বার শপথ নিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 3, 2024 - 2:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:আবারও শপথ গ্রহন করলেন বিপুল ভোটে দ্বিতীয় বার নির্বাচিত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

বুধবার সকাল ১০টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যলয়ের আয়োজনে ঐতিহ্যবাহী টাউন হলে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে শপথবাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে রংপুর বিভাগের ১৬ টি উপজেলার নবনির্বাচিত ১৬জন চেয়ারম্যান, ১৬জন ভাইস চেয়ারম্যান ও ১৬জন মহিলা ভাইস চেয়ারম্যান এ শপথ গ্রহন করেন।

শপতবাক্য পাঠ অনুষ্ঠানে অতিরিক্তি বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক আবু জাফর এর সভাপতিত্বে ও স্থানীয় সরকার উপ-পরিচালক রিয়াজ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মদ ফাহিম নাইন্টিসহ সকল চেয়ারম্যানগণ।

উল্লেখ্য গত ৫ জুন ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে দ্বিতীয়বার নির্বাচিত হন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।