ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৪১ অপরাহ্ন

পাওনা টাকা চাইতে গিয়ে মা ও ছেলে গুরুতর আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 3, 2024 - 2:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলী উপজেলার লাউপাড়াতে পাওনা টাকা চাইতে গিয়ে মোঃ জাহিদুল বিশ্বাস(২৫) ও তার মা জাহেদা (৪৮ ) বেগমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার লাউপারা বাজারে বসে এ ঘটনা ঘটে।

তাদের অভিযোগ লাউপাড়া বাজারে বসে জাহিদুল, সোহাগ আকনের (৩৫) কাছে পাওনা টাকা চাইতে গেলে জাহিদুল বিশ্বাসকে চর থাপ্পর ও এলোপাতাড়ি ঘুসি মারে। পরে বাবা মন্টু বিশ্বাস ও মা জাহেদা বেগম এসে জিজ্ঞেস করলে তাদেরকেও এলোপাথারি ভাবে মারতে থাকে। এক পর্যায়ে বিদেশি টর্চ লাইট দিয়ে জাহিদুল বিশ্বাসের মাথায় সজোরে আঘাত করে এতে তার মাথা ফেটে যায়। এসময় তারমাও গুরুতর আহত হয়। একপর্যায়ে স্বজনরা তাদেরকে উদ্ধার করে তালতলী স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং জাহিদুলকে ভর্তি প্রদান করে।

তবে এ বিষয়ে অভিযুক্ত সোহাগ জানান, জাহিদুল বিশ্বাসদের হাতেই আমি আহত হয়ে আমতলী হাসপাতালে ভর্তি আছি। পাওনা টাকার বিষয়ে আমি উল্টো জাহিদুল বিশ্বাসের কাছে টাকা পাই।

এ বিষয়ে জাহিদুলের মা বলেন, আমার ছেলের উপর হামলা হয়েছে শুনে ঘটনাস্থলে গেলে আমাদের ওপরও চড়াও হয়ে হামলা চালায় এতে আমি এবং আমার স্বামী গুরুতর আহত হয়ে তালতলী সরকারি হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি আসি আমার ছেলে জাহিদুল এখনো হসপিটালে ভর্তি আছে।

তালতলী থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম খান (মিলন) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।