ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দায় ৮০ কোটি টাকায় ৪৭ টি রাস্তা, ১৪ টি  প্রাথমিক বিদ্যালয় ৫টি ব্রীজ উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 4, 2024 - 10:37 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার
তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা (ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় প্রায় ৮০ কোটি
টাকায় ব্যপক উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। ২০২৩/২৪ অর্থবছরে এ উন্নয়ন প্রকল্পের মধ্যে গ্রামীন অবকাঠামোর ৪৭টি রাস্তা, ১৪ টি প্রাথমিক বিদ্যালয় ও প্রোগ্রাম ফর সাপোর্টিং রুর‌্যাল ব্রীজেস প্রকল্পের আওতায় ৫টি ব্রীজ ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৮০ কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলছে। তারাকান্দা উপজেলা প্রকৌশল বিভাগ এর তত্বাবধানে এ সকল উন্নয়ন কর্মকান্ড দ্রæত গতিতে চলছে।
উপজেলা প্রকৌশল বিভাগ থেকে জানা যায়, উপজেলার ৪৭টি রাস্তায় ৪০ কিলোমিটার দৈর্ঘ্যরে রাস্তার নির্মাণ কাজ দ্রæত গতিতে চলছে। উক্ত ৪০ কিলোমিটার রাস্তার কাজে প্রতি কিলোমিটারে ১ কোটি ৪৫ লক্ষ টাকা হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ৪০ কিলোমিটার রাস্তা বাবদ ৫৮ কোটি টাকা খরচ হচ্ছে। তাছাড়া প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রীজেজ এর প্রকল্পের ১০ কোটি টাকা ব্যয়ে ৩টি ব্রীজের কাজ চলমান।
অন্যদিকে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের সিমানা প্রাচীর ও স্কুল ভবন নির্মাণ কাজে ১০ কোটি টাকা ব্যয়ে কাজ চলমান রয়েছে।
এছাড়াও ২টি ব্রীজ ও কালবার্টের কাজ চলমান রয়েছে বলে তারাকান্দা এলজিইডি সূত্রে জানা যায়। তারাকান্দা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুবায়ের হোসেন জানান, স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের দিক নির্দেশনায় তারাকান্দার বিভিন্ন
উন্নয়ন প্রকল্পের কাজ সঠিক ও সুন্দরভাবে এগিয়ে চলছে। ইতিমধ্যে টেন্ডারের মাধ্যমে গ্রামীন অবকাঠামো নির্মাণে ৪৭টি রাস্তা, ১৪টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি ব্রীজ ও কয়েকটি কালভার্ট এর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
এ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে তারাকান্দা উপজেলার চিত্র অনেকটা পাল্টে যাবে। এতে গ্রামীন জনপদের উন্নয়ন সহ সাধারণ মানুষ এ উন্নয়নের সুবিধা ভোগ করবে।