ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লায়লা কানিজ লাকী’র বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নওগাঁয় মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 4, 2024 - 10:43 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

নওগাঁ প্রতিনিধিঃ রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী’র বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি খুরশেদ আলম এর সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন, জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নওগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এমদাদুল হক সুমন, নওগাঁ সাংবাদিক বন্ধু ফোরাম এর সভাপতি এ.বি.এম হাবিবুর রহমান , সাংবাদিক বন্ধু ফোরাম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক এ কে এম ফজলে মাহমুদ চাঁদ, মির্জা তুষার আহমেদ সহ অন্যান্যরা।

এ সময় উক্ত মানব বন্ধনে বক্তারা বক্তব্যে বলেন, ছাগল–কাণ্ডে আলোচিত এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ (রায়পুরা উপজেলা চেয়ারম্যান) সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্য ‘উদ্দেশ্যমূলক, কুরুচিপূর্ণ বলে মনে করেন।তাই তার বক্তব্য প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অন্যথায় কটর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।