ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দুপচাঁচিয়ায় ট্রাক ও ভটভটি মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 7, 2024 - 3:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

আর এম লোটাস , দুপচাঁচিয়া বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাক ও ভটভটি মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালক হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মৃত কুদ্দুস আলীর ছেলে চান মিয়া (৫০) বলে জানা যায়। অপরদিকে এই দুর্ঘটনায় ভটভটি চালক ইয়াকুব আলী গুরুতর আহত হয়েছে।

রবিবার বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন বগুড়া থেকে ছেড়ে আসা মাল বোঝায় ট্রাকটি নওগার উদ্দেশ্যে রওনা দেয় এসময় বিপরীত দিক থেকে আসা ভটভটি সাহারপুকুর বাজার নামক স্থানে পৌঁছিলে ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাক চালক ঘটনাস্থলেই গুরুত্ব আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। অপরদিকে ভটভটি চালক ইয়াকুব আলীকে গুরুতো আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সে নওগাঁ জেলার মহাদেবপুর থানার বড়ইল গ্রামের ইনসের আলীর ছেলে বলে জানা যায়। দুপচাঁচিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।