ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ পুলিশের আইজিপি’র পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা ডিবি ওসি ফারুক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 9, 2024 - 5:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পুলিশের আইজিপি কর্তৃক প্রেরিত অর্থ পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন।

মঙ্গলবার (৯জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়েে সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাদের হাতে এই পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া।

জেলা গোয়েন্দা শাখা সুত্রে জানা গেছে- গত ডিসেম্বর/২৩ মাসে অভিযান পরচিালনা করে অনলাইনে পর্নোগ্রাফি সম্পর্কিত ঘটনায় জড়িত ১২ জন আসামী গ্রেফতার ও পর্ণোগ্রাফির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার এবং পুলিশ কনস্টেবল পদে চাকুরীর নিয়ে দেয়ার নাম করে নিজেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী পরিচয়ে প্রতারণা মূলক বিশ্বাস ভঙ্গ করিয়া বিভিন্ন ব্যাংক একাউন্টে ৪৭,৯০,০০০/- (সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার) টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ০২ জন প্রতারক গ্রেফতার ও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় ময়মনসিংহ জেলা গোয়েন্দো শাখা( ডিবি) র অফিসার-ইনর্চাজ মোঃ ফারুক হোসেন, এসআই মিনহাজ, এসআই(নিঃ) রেজাউল আমীন র্বষন, এসআই পরিমল, এসআই(নিঃ) রূপন কুমার সরকার, এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুনকে মাসিক ক্রাইম কনফারেন্স ডিসেম্বর/২০২৩ মাসে পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয় কর্তৃক প্রদানকৃত বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ।
এ সময় অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

এ পুরস্কার পাওয়ায় বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি, রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ, জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসি ফারুক হোসেন। তিনি আরো বলেন- এই ধরনের পুরস্কার নিশ্চয় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ টীমেকে আরো ভালো কাজের জন্য অনুপ্রাণিত করবে বলে মনে করেন তিনি।

ওসি ফারুক হোসেন আরো জানান,পুরস্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং সেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে। এ পুরস্কার ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর সকল সহকর্মীদের অবদান। সকলের সহযোগিতায় ময়মনসিংহবাসীকে সেবা ও নিরাপত্তা প্রদান করতে চাই। অভিনন্দন ও প্রত্যাশা রইল তিনি কর্মের স্বীকৃতিতে উৎসাহী হয়ে কর্মজীবনে তিনি আরও ভালো কিছু করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।