ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 31, 2024 - 5:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার
মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্র‌তি‌নি‌ধি – পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নের এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা চত্বর পুকুরে মৎস্য পোনা অবমুক্ত শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই‌ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আলোচনা সভায় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।
শুভেচ্ছা বক্তব্য রা‌খেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। এসময় তি‌নি মৎস্য চাষ, আহরন সহ নানা বিষয়ে কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুনিরুজ্জামান, উপজেলা দূর্নী‌তি প্রতিরোধ ক‌মি‌টি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপ‌তি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, পত্নীতলা থানার ওসি (তদন্ত) সেলিম রেজা,  বীর মুক্তিযোদ্ধ সাদেক উদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, মৎস্য চাষি মোশাররফ হোসেন চৌধুর, মৎস্য জীবি অছিমদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন নজিপুর ম‌হিলা  কলেজের অধ্যক্ষ অশ্বিনী কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়ায়েব খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় অফিসার সামসুল হক, আমিনুল হক,  ভিডিপি অফিসার শেফালি বেগম, উপজেলা মৎস্য দপ্তরের এফ এ সুপদ চন্দ্র, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মৎস্য চাষী, মৎস্যজীবী, সাংবা‌দিকবৃন্দ, সূধীজন প্রমূখ। পরে অতিথিবৃন্দ মৎস্য জীবি ও মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরন করেন।