কেরানীগঞ্জে নাদিয়া হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে মেয়েকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার সকালে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্ত্বর এলাকায় ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা অংশগ্রহণ করে।
এ সময় নিহত নাদিয়ার মা শেফালী আক্তার বলেন আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালানো হয়েছে এমনকি তার পাঁচ বছরের শিশু সন্তানকেও গুম করে রাখা হয়েছে। বর্তমান সরকার ও ছাত্র সমাজের কাছে আমি এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।