মান্দায় জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করেছে শিক্ষার্থীরা।
(১৬ ই আগস্ট) শুক্রবার বেলা ১১টায় উপজেলার চৌবাড়িয়া বাজারে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মান্দা উপজেলা শাখার শিক্ষার্থীরা৷
এ সময় চৌবাড়িয়া বাজারের বৃহত্তর গরুর হাটে গরু প্রতি সরকার নির্ধারিত ৫০০ টাকা ও ছাগল প্রতি ২০০ টাকা করে খাজনা আদায় করার আহ্বান জানান ৷
এছাড়াও অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করার জন্য সকল সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ৷
এই লিফলেট বিতরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ৷