ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টাকে অভিনন্দন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 17, 2024 - 4:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার
মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশের ক্রান্তিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের কল্যাণধর্মী সংগঠন “বাংলাদেশ গভঃ সেকেন্ডারি (বিজিএস) এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ” এর পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সংগঠনটি নতুন সরকারের সকল উপদেষ্টাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
একই সঙ্গে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি (বিজিএস) এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে এবং সরকারের পদত্যাগের পর সকল শিক্ষার্থী, সাধারন মানুষ, শিক্ষক, সাংবাদিক, পুলিশ সদস্য এবং বিভিন্ন পেশাজীবী সদস্যসহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
শনিবার (১৭ আগস্ট) বাংলাদেশ গভঃ সেকেন্ডারি (বিজিএস) এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুরের রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী টুটুল বলেন, আমাদের প্রত্যাশা সারা বিশ্বের কিংবদন্তি ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত ধরে স্বপ্নের পথে এগিয়ে যাবে আমাদের তরুনসমাজ  এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বের দরবারে তেমনি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকগুলো সংস্কার করে উন্নত শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে সচেষ্ট হবেন।
গত সরকারের আমলে ২০১৩ সাল হতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ৫০০০ শিক্ষক ন্যায্য বকেয়া পাওনা টাইমস্কেল/সিলেকশন গ্রেডের আর্থিক সুবিধা হতে বঞ্চিত আছে। ইহা ছাড়া সহকারি শিক্ষকদের ৯ম গ্রেড, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী সিনিয়র শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে পদায়ন, সিনিয়র শিক্ষক হতে প্রধান শিক্ষক/সমমান পদ পর্যন্ত বেতন গ্রেড উন্নীতকরণ, স্থগিতকৃত এডভান্স ইনক্রিমেন্ট চালু, সিনিয়র শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারি প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার/সমমান পদ, উপপরিচালকের শুণ্য পদে দ্রুত পদোন্নতি দিয়ে এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপন করে সরকারি মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির দাবী জানাচ্ছি।
মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নিকট আমাদের উপরোক্ত দাবি বাস্তবাযনের জন্য দৃষ্টি আকর্ষণ করছি।