ওমানে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ স্কুলের প্রতিনিধি দলের সাক্ষাৎ
রেজওয়ান আহমদ সুজন, ওমান : ওমানে প্রবাসী বাংলাদেশী সন্তানদের পড়াশোনার মান উন্নয়নে মাস্কাটে অবস্থিত বাংলাদেশি স্কুলে সহ ৪ টি ব্রাঞ্চ স্কুলের নতুন জায়গা বরাদ্ধ,ভবন নির্মাণের তহবিল সংগ্রহ ও যোগ্য প্রিন্সিপাল নিয়োগ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বাংলাদেশ দুতাবাসে আলোচনা করা হয়।
গত বৃহস্পতিবার ( ২৯শে আগস্ট) ওমানে অবস্থিত বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ইমদাদ হোসেনের নেতৃত্বে বোর্ড অব ডাইরেক্টর সদস্যরা ওমানে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব নাজমুল ইসলামের সাথে সৌজন্যে সাক্ষাত করেন।
দীর্ঘ সময় আলোচনা শেষে মান্যবর রাষ্ট্রদূত জনাব নাজমুল ইসলাম স্কুলের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন ও নতুন জায়গা ও ভবন নির্মাণের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং সম্প্রতিক বাংলাদেশে বন্যা আক্রান্ত এলাকায় বন্যার্তদের মাঝে প্রবাসীদের সরকারী কোষাগারে সহযোগিতার জন্য আহ্বান জানান।
এসময়, বাংলাদেশ স্কুলের বোর্ড অব ডাইরেক্টর মধ্যে মোহাম্মদ ইকবাল,ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল লতিফ, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ বিশ্বাস, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।