ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির শপথ গ্রহন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 1, 2024 - 5:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির শপথ গ্রহন করা হয়েছে।

রোববার বিকেল সারে ৪ টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে কমিটির সকল সদস্যকে শপথ পাঠ করানো হয়। আর এই শপথ বাক্য পাঠ করান হাড়িয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সভাপতি মো.আব্দুল আলীম।

হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীমের সভাপতিত্বে ও বরাটি নরদানার সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম।

সে সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, মির্জাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সুলতান উদ্দিন, মো. আতিকুর রহমান, মো.ফরিদ হোসেন, সহকারি শিক্ষক মো.আনিছুর রহমান মিঞা ও আব্দুল কাদের এবং উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মো.মোতাহার হোসেনসহ আরো অনেকে।

এ সময় শিক্ষকরা চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান তথ্য তুলে ধরেন এবং প্রধান শিক্ষকদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করার আহবান জানানো হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম বলেন, একজন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কি তফাৎ বর্তমান শিক্ষার্থীরা তা বুঝে না। মাস্টার্স কমপ্লিট করা শিক্ষকের সাথে বর্তমান শিক্ষার্থীর কিরূপ আচরণ করা সে শিক্ষা নেই। শিক্ষার্থীদের খারাপ মনোভাব থেকে ফিরিয়ে আনা এবং লেখাপড়ায় মনোযোগ জন্য সকল শিক্ষকদেরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বললেন তিনি।