ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁয়  বসতবাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 4, 2024 - 3:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

মাহমুদুন্নবী,  নওগাঁ  প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় বসতবাড়ি ও দোকানে সন্ত্রাসী কায়দায় হামলা, ভাংচুর, লুটপাত ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভূক্তভোগী মোছা: সেতু বেগম বাদী হয়ে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা যায়, গত ২৮ আগষ্ট দুপুর ২ টার দিকে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর/ কলিপাড়ার মো: শহিদ হোসেন এর স্ত্রীর নির্মানাধীন বসতবাড়ি ও ফার্নিচারের দোকানে হামলা করে একই উপজেলার শালুকান গ্রামের সিরাজুল ইসলামরে ছেলে সাজ্জাদ হোসেন, সাইদুল ইসলামের ছেলে সবুজ, মৃত সোলাইমানের ছেলে মো: মাবুদ, মৃত জাইদুল ইসলামের ছেলে আরিফ, মো: এনামুল, মো: চিমনা ছেলে মো: জিতু, ঘোড়া বাচ্চু, দোলনসহ অন্তত ৫০ জন। এসময় নির্মানাধীন বাসা ও দোকানের প্রায় ত্রিশ লক্ষ টাকার মালামাল , ২ টি মেশিন সন্ত্রাসী কায়দায় ভাংচুর, লুটপাট করে আগুন লেগে দেওয়া হয়। এতে ভূক্তভোগীর প্রায় ৫৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। শুধু তাই নয় এসময় দোকানের কর্মচারী আব্দুল জলিল কে বেধরক মারপিট করা হয়।

এবিষয়ে ভূক্তভোগী মোছা: সেতু বেগম জানান, বেশ কিছুদিন থেকেই সাজ্জাদ, সমাবুদ,সবুজসহ বেশ কিছু বখেটে ছেলেরা ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি তাদের চাঁদা দিতে অস্বিকার করলে এক পর্যায়ে তারা আমাকে বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দিতে থাকে। আমি তাদের হুমকি – ধামকি কে কর্ণপাত না করলে তারা দিন দুপুরে সন্ত্রাসী কায়দায় এসব করে। আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনের আশ্রয় নিয়েছি। আশা রাখি ন্যায় বিচার পাবো।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জাহিদুল হক বলেন, লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।