শহীদী ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় আরএম পি’র সাংবাদিক সম্মেলন সম্পন্ন
জিয়াউল কবীর,(স্টাফ রিপোর্টার):আরএমপি রাজশাহীর পুলিশ কমিশনার আবু সুফিয়ান আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সকাল ১১:০০টায় আরএমপি সদর দপ্তরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতেই গত ৫ আগস্টের ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
পুলিশ কমিশনার বলেন, বর্তমানে পুলিশ প্রকৃতপক্ষে জনতার পুলিশ হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।অতীতে জাবতীয় ঘটনাকে শিক্ষা হিসাবে গ্রহণ করে জন কাঙ্ক্ষিত সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পুলিশ এখন বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট পুলিশের লুষ্ঠিত অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ৫ আগস্টের পূর্বের মামলা গুলো সরকারের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে। পরের মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে রুবেল সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক বিষেয়ে তিনি বলেন, শুধু মাদক বহনকারী নয় মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজায় আরএমপি’র পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রাজশাহী মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থায় আরএমপি’র সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ উল্লেখ করেন। ক্ষতিগ্রস্থ সিসি ক্যামেরা গুলো পুনরায় স্থাপনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া কিশোর গ্যাং বিষয়ে স্কুল কলেজে বিশেষ কার্যক্রম গ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেন।
সাংবাদিকদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য সংবাদ পরিবেশন ও পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করার কথা বলেন। নিরাপদ রাজশাহী গড়তে সাংবাদিকবৃন্দের কাছ থেকে সকল বিষয়ে পরামর্শ প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ।