কেরানীগঞ্জে ইউ এন ও কে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব দেওয়ায় মিষ্টি বিতরণ
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা:
ঢাকার কেরানীগঞ্জে নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া কে আটটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব দেওয়ায় মিষ্টি বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদে এই মিষ্ট বিতরণ কর্মসূচি পালন করা হয়। ইউনিয়ন পরিষদ গুলো হচ্ছে কলাতিয়া ইউনিয়ন, শাক্তা
ইউনিয়ন,রোহিতপুর ইউনিয়ন, জিনজিরা ইউনিয়ন, কালিন্দী ইউনিয়ন, শুভাঢ্যা ইউনিয়ন, কোন্ডা ইউনিয়ন ও আগানগর ইউনিয়ন। এই ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান গন দীর্ঘদিন অনুপস্থিত থাকায় জনগণের সেবা কার্যক্রম চালু রাখার জন্য ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর আলোকে স্থানীয় সরকার বিভাগের এক পরিপত্রের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়াকে এসব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব প্রদান করেন।
উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে বাকি ৪টি ইউনিয়নের ৩টিতে প্যানেল চেয়ারম্যানগন প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আর বাকি ১টি ইউনিয়ন পরিষদের পূর্বের চেয়ারম্যান সপদে বহাল থেকে প্রশাসনিক কার্যকলাপ পরিচালনা করবেন। এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কর্মস্থলে ধারাবাহিক অনুপস্থিতি এবং কোন কোন ক্ষেত্রে
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান উভয়ের অনুপস্থিতি বা তাদের দায়িত্ব পালনে স্থানীয়ভাবে অসন্তোষ, আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা ইত্যাদি বিবেচনায় ইউনিয়ন পরিষদ গুলোকে সচল রেখে জনসেবা প্রধান অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা প্রশাসক মহোদয় উপরোক্ত ৮টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব আমাকে প্রদান করেছেন।