ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পত্নীতলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 1, 2024 - 11:00 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় একটি বর্নাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্নাঢ্য এক র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু সোয়াইব খান, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক বিলকিস আরা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধীজন প্রমুখ।