ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 1, 2024 - 3:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১অক্টোবর) সকাল সারে ১১টায় মির্জাপুর থানার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ.এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

 

অনুষ্ঠানে শারদীয় দূর্গাপূজা কিভাবে সম্পন্ন করা যায় তার  গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন বক্তারা। পুলিশের পক্ষ থেকে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষদের  প্রতি সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন করার  জন্য আহ্বান জানানো হয়।

 

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , দেওহাটা ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপির কমাণ্ডার হারুন-অর-রশিদ, পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি বিকাশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রমথেস গোস্বামী শংকর, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক নিরঞ্জন পাল, পূজা উদযাপন পরিষদ মির্জাপুর’র উপদেষ্টা তারাপদ সরকার, বাংলা টিভির মির্জাপুর প্রতিনিধি সাংবাদিক মো. সানোয়ার হোসেন, মির্জাপুর সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি  সাংবাদিক শামীম মিয়া উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, পূজার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে কোনো অপ্রীতিকর ঘটনার মোকাবিলা করতে পুলিশ দিন-রাত সার্বক্ষণিক কাজ করবে। এজন্য তিনি হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি সহযোগিতা চান।