তানোর কালনা প্রতিবেশীর সাথে বেধড়ক মারধর
সোহানুল হক পারভেজ রাজশাহী রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহীর তানোর উপজেলার কালনা প্রতিবেশীদের মারে গুরুতর জখম হলেন দুই মহিলা শিশু বাচ্চাসহ মোট ৪ জন।গত ১ অক্টোবর মঙ্গলবার সকাল ৬ টার ঘটনাটি ঘটে তানোর উপজেলার কালনা দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে ।গুরুতর জখম হয়েছেন আসলাম(২৮) পিতা: জসিম উদ্দিন ,জসিম উদ্দিন পিতা মৃত করিম বক্স,মোসাঃ লতিফা(২৫) খাতুন,স্বামী: আসলাম মির, মোসাঃ আকলেমা বেগম(৪০)স্বামী: জসিম উদ্দিন, ছোট শিশু আরিয়ান রবিন(৫) পিতা:আসলাম মির।জখমদের মধ্যে আসলাম মির অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, নাজিম উদ্দীন ও নাসির উদ্দিন কালনা গ্রামের বাসিন্দা, প্রতিবেশী আসলাম মিরের গরু তাদের পুই শাকের গাছ খেয়ে ফেলেন।এনিয়ে আসলামের পরিবারকে সন্ত্রাসী স্টাইলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করেন। পরিবার সূত্রে জানা গেছে , নাজিম উদ্দীন ও নাসির উদ্দিনের সাথে পূর্ব সূত্র তার জের ছিল। নাসির উদ্দিন ও নাজিম উদ্দীন এবং তার সন্ত্রাসী বাহিনীরা নাসির উদ্দিন ও ফারুক কল্পিতভাবে হাসুয়া দিয়ে আসলাম মিরকে আঘাত করলে আসলাম জ্ঞান হারিয়ে ফেলেন।
তারপর আসলাম এগোতে গেলে তার স্ত্রী লতিফাকে নাজিমুদ্দিন,শহিদা,নাসিরউদ্দিন সহ তার লোকজন বেগতিক মারপিট করেন।এসব দেখে আসলামের বাবা জসিম উদ্দিন আগাতে গেলে তার ৫ বছরের নাতীকেও গুরুত্বর জখম করেন। তাদেরকে রক্তাক্ত অবস্থায় চারজন লুটিয়ে পড়ে। অন্যান্য প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে। চিকিৎসার জন্য জাহিদ ইসলাম হাসপাতালে নিয়ে যায়। সেখানে আসালামের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন।
জখম আসলাম মির জানিয়েছে, আমার গাভী তাদের পুই শাক খাওয়ার জন্য পকল্পিতভাবে আমাদেরকে মারধর করেন । সেই নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল। প্রতিবাদ করতেই লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
আমি,আমার স্ত্রী সহ মোট চারজন জখম হয়েছি। ঘটনার বিষয়ে তানোর থানায় অভিযোগ দায়ের করেছি।এ নিয়ে আসলামের পরিবারকে নাজিম উদ্দীন সহ তার ভাড়াটিয়া লোকজন প্রাণ নাসের হুমকি দিচ্ছেন এ নিয়ে মানবতার জীবনযাপন পালন করছেন আসলামের পরিবার। অন্যদিকে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে তানোর থানা পুলিশ।এ বিষয়ে তানোর থানার ওসি মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব বলে জানিয়েছেন তিনি।