ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৩:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

টিলাগাঁও প্রবাসী ঐক্য পরিষদের দেশীয় সমন্বয় কমিটি পুনর্গঠন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 12, 2024 - 3:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

কুলাউড়া প্রতিনিধি:কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নস্থ ‘টিলাগাঁও প্রবাসী ঐক্য পরিষদ’ এর দেশীয় সমন্বয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাতে সংগঠনের টিলাগাঁও বাজারস্থ প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের দেশীয় প্রধান সমন্বয়কারী মো. মোজাম্মিল আলী। সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সভায় সকলের মতামতের ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট দেশীয় সমন্বয় কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির দেশীয় প্রধান সমন্বয়কারী হিসেবে মো. মোজাম্মিল আলীকে পুনর্নির্বাচিত করা হয়েছে। অন্য সমন্বয়কারী হলেন- মো. শাহ এমরান চিশতী, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল কুদ্দুছ, মো. মুজির উদ্দিন, আনিছুর রহমান, মো. তারা মিয়া, মো. ইব্রাহিম আলী, মো. রুমেল আহমদ, মো. লোকমান মিয়া, রুমান আহমদ আব্বাছ, মো. হুমায়ুন কবির।

উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সময় ইউনিয়নের বিভিন্ন স্থানে অসুস্থ এবং অস্বচ্ছল মানুষের পাশে সংগঠনের নেতৃবৃন্দ আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন। প্রতি বছর প্রবাসীদের অর্থায়নে রমজান মাসে অস্বচ্ছল মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। তাছাড়া টিলাগাঁও ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। ###