সুইজারল্যান্ডের লুসান বিএনপির সভাপতি কে অব্যাহতি
জাকির হোসেন সুমন, ব্যাুরো প্রধান ইউরোপ : গত ৩ রা নভেম্বর রবিবার ২০২৪ সুইজারল্যান্ডের লুসান জাতীয়তাবাদী দল বিএনপির কার্যকরী সভা অনুষ্ঠিত হয়।
দলের সভাপতি হিসাবে কাউসার মিয়ার স্বেচ্ছাচারিতা,লুসান বিএনপি র নেতাকর্মীদের সাথে দ্বিমত,যোগাযোগ হীনতা ও লুসান বিএনপি র সকলের মতের বিরুদ্ধে গিয়ে সুইজারল্যান্ড বিএনপি র চলমান সুস্থ রাজনৈতিক ধারার বিপক্ষে নতুন এক গ্রুপিং সৃষ্টির অভিযোগে লুসান বি এন পি র সভাপতি কাউসার মিয়া র প্রতি সকলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয় সভায়।
কাউসার মিয়া কে তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিলে কোন ভাবেই তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার না করে বরঞ্চ রাগান্বিত হয়ে সভাস্থল ত্যাগ করে চলে যান। পরবর্তীতে সহ সভাপতি সুজন চৌধুরী কে সভাপতি র আসন গ্রহণ করিয়ে সভায় ভোটের মাধ্যমে কাউসার মিয়া কে লুসান বিএনপি র সভাপতি র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এবং পরে লুসান বিএনপি র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্ত ঘোষণা করার আগে সর্ব সম্মতিক্রমে পাচজন কে উপদেষ্টা হিসাবে নির্বাচিত করে আগামী তিন মাসের মধ্যে লুসান বিএনপি র নতুন কমিটি গঠন করার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। মনোনীত উপদেষ্টা রা হলেন জহিরুল ইসলাম(লিটন) , হাজী রফিকুল ইসলাম, আজহার হোসাইন, আমির হোসেন কাজী ও কামাল সেখ।