ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাধারণ ডায়েরী করায় বাদীর ওপর হামলার অভিযোগ,ঘরবাড়ী পুড়ানোর হুমকি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 18, 2024 - 11:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশালে থানায় সাধারণ ডায়েরী জিডি) করায় আশিকুর রহমান বাবু নামে একজন জিডির বাদীর ওপর পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাধারণ ডায়েরী (জিডির) বাদী গোলাম মোস্তফা স্বপন। আসামী পক্ষের হামলায় মারাত্মক আহত হয়েছেন বাদী স্বপন। পরে আহত স্বপনকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

অভিযোগে জানা গেছে- অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদী পক্ষের সাথে বিরোধ থাকায় সাধারন ডায়েরী করেন বাদী পক্ষরা। সেই অভিযোগ তুলে না নিলে বাদী পক্ষের লোকজনকে প্রাণনাশের ও বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে ওই প্রভাবশালী আসামি পক্ষরা। পরে এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি ও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। অপরদিকে আসামি পক্ষের লোকজনের হুমকি-ধামকীর ঘটনায় ওই অসহায় বাদী পক্ষের লোকজনের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম প্রকাশ হওয়ায় বাদীর উপর আরো ক্ষিপ্ত হন আসামী পক্ষরা। তারই জেড় ধরে ঘটনার দিন সোমবার ১৮ নভেম্বর সকাল আনুমানিক ১১টায় ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে ব্র্যাকের মোড় নামক এলাকায় হোলাম মোস্তফা স্বপনকে একা পেয়ে তার উপর অতর্কিত হামলা চালায় আসামী আশিকুর রহমান বাবু ও তার সঙ্গীরা

জিডির বাদী মো. গোলাম মোস্তফা স্বপন ও তার স্বজনরা কান্না জড়িত কন্ঠে জানান, – জায়গা জমি ও পারিবারিক বিষয় নিয়ে প্রতিপক্ষ আব্দুল মান্নানের পুত্র আব্দুল ওয়াহাব,সোহরাব হোসেন,আশিকুর রহমান বাবু গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে আমার চাচা হান্নানের সাথে। চাচার জমি যেন কেহ জোর জবর দখল করে নিতে না পারে সেজন্য চাচার পাশে দাড়িয়ে জবর দখলকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় অভিযোক্ত প্রভাবশালী এই মহলটি আমিসহ আমার পরিবারের উপর অত্যাচার নির্যাতনসহ বিভিন্নভাবে ক্ষয়-ক্ষতি করার পাশাপাশি খুন জখমের হুমকি ধমকি দিয়ে আসছে।তাই নিরাপত্তা চেয়ে আমি ত্রিশাল থানায় গত ২৬শে অক্টোবর একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছিলাম। যার নং-১৩৫৪। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা ও আসামি আশিকুর রহমান বাবু আমাকে মারধর করেছেন এবং জায়গা জমি নিয়ে করা সমস্ত জিডি,অভিযোগ, মামলা তুলে না নিলে আমাদের প্রাণনাশের ও বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে। আজ আমার উপর হামলা চালিয়েছে। আসামীদের ক্ষমতার কাছে আমরা অসহায় হয়ে পড়ছি। আমরা তাদের বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত আশিকুর রহমান বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।