ইসকন ও হিন্দু নেতাদের নিয়ে আরএমপি’র মতবিনিময় সভা
জিয়াউল কবীর: রাজশাহী নগরীতে আইনের শাসন নিশ্চিত করনে ইসকন ও হিন্দু নেতাদের নিয়ে আরএমপি সদর দপ্তরে আজ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আরএমপির কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলার সমুন্নতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অফিসার ও ইসকন হিন্দু নেতাদের মধ্যে পারস্পরিক কথপোকথন হয়।
এতে সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। নিজ নিজ এলাকায় সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মতামত ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমা, নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, উপ-পুলিশ কমিশনার সাইফউদ্দীন শাহীন প্রমুখ।
নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট,পূজা ও মন্দির উদযাপন কমিটির প্রধান ও ইসকন নেতৃবৃন্দ।