ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দক্ষতা-মানবিক গুনাবলীর অবদানে বর্ষসেরা প্রশাসকের সম্মাননা পেলেন ইউএনও জুয়েল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 10, 2024 - 5:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ । সততা, দক্ষতা ও মানবিক আচরণে পাল্টে দিয়েছেন উপজেলার বিভিন্ন দপ্তরের চিত্র। নানা কর্মগুণে উপজেলায় প্রশংসিত তিনি। সরকারের বিভিন্ন প্রকার উন্নয়ন বরাদ্দকে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত পরিবেশে উপজেলার প্রতিটি নাগরিকের ঘরে-ঘরে পৌছে দিতে কাজ করেছেন ইউএনও জুয়েল আহমেদ।সেবার মান বাড়িয়েছেন উপজেলা প্রশাসনে। তার জনবান্ধব আচরণ, সেবা নিশ্চিত করণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও মানবিক গুনাবলীর স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা দক্ষ প্রশাসক হিসেবে সম্মাননা পেলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

গত ৯ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়
বর্ষসেরা দক্ষ প্রশাসক হিসেবে সম্মাননা তুলে দেন
ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা’স্লোগানকে ধারণ করে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ। এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান প্রমূখ। পরে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ইউএনও জুয়েল আহমেদ ৩৪ তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ একজন প্রশাসন কর্মকর্তা। গত ২০২৩ সালের ১৭ এপ্রিল তিনি ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। তার যোগদানের পর থেকে উপজেলায় সকল পেশাশ্রেণীর মানুষের মাঝে প্রশাসনিক সেবায় আস্থা ফিরে আসে।
এছাড়াও বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন ও আলোকসজ্জা দিয়ে উপজেলাকে বেশ পরিবর্তন এনেছেনে এ উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী,জনপ্রতিনিধি,সুশীল সমাজ গণমাধ্যমকর্মীসহ সমাজের সচেতন ব্যক্তিদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার অবেহেলিত মানুষদের সহযোগিতা করে পাশে দাড়িয়েছেন তিনি।