ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১২:০৮ পূর্বাহ্ন

ধামইরহাটে প্রবীণ সাংবাদিকের ইন্তেকাল 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 10, 2024 - 5:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটের প্রবীণ সাংবাদিক আলতাফ হোসেন(৭৫) ইন্তেকাল করেছেন। গত ১১ ডিসেম্বর উপজেলার মালাহার গ্রামে মধ্যাহ্ন ভোজের পর অসুস্থতা বোধ করেন এবং বিকেল সাড়ে ৪টায় নিজের অসুস্থতা বোধ করেন এবং কিছুক্ষণের মধ্যেই তার ইন্তেকাল হয়। মৃত্যুর পূর্বে তিনি স্বাভাবিক চলাফেরা করতেন।
কর্মজীবনে তিনি উপজেলার জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজে মাধ্যমিক শাখায় শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং একসময় ধামইরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংবাদিক পেশায় অত্যন্ত সুদক্ষ লেখনীতে অভ্যস্ত এবং সদাচারী আলতাফ হোসেন মৃত্যু কালে ৪ মেয়ে, নাতি-নাতনী, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ধামইরহাট  সাংবাদিক
সমাজের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। নওগাঁ জেলা প্রেসক্লাব এবং মফসল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।