নাচোলে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত
মোঃ নাসিম নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “সারাদেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও ৫৩তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ই ডিসেম্বর সোমবার সকালে সকল শ্রেণী পেশার মানুষ নাচোল সরকারি কলেজ স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিম্র শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয়।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে স্মৃতিস্তম্ভের বেদিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
এরপরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ও হুমায়ূন রেজা, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা, পৌরসভা বিএনপি ও যুবদলসহ তাদের অঙ্গ সহযোগী সংগঠন দল এবং জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সরকারি আধাসরকারি, বেসরকারি সাহিত্য স্বাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ১০টায় পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ইভেন্টের চিত্র অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীসহ সকল খেলা ধুলায়অংশগ্রহণে বিজয়ীদেরহাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দদের।