ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ১২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 29, 2024 - 12:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকেলে কদমতলী এলাকায় তিনতলা বিশিষ্ট ওই নির্মাণধীন ভবনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে ভবনটির মালিক ও ঠিকাদার পলাতক।

নিহতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ছায়াপদ ও পাথরখুড়া গ্রামের নিল দাস। তবে তারা দুজনই কদমতলী এলাকায়  ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন।

পুলিশ জানায়, নির্মণাধীন তিনতলা ভবনে লোহা উঠানোর সময় তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিচে পড়ে যান। এসময় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা নগরীর ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  নিহতরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে বলে জানায় পুলিশ।

নিহতদুই নির্মাণ শ্রমিককের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়ে বলে জানান সিদ্ধিগঞ্জ থানার ওসি) শাহীনুর আলম। ঘটনার পর থেকে ভবনটির মালিকও ঠিকাদার পলাতক। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করেন তিনি।