নারায়ণগঞ্জে বুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই দিনের রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের চাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতার হওয়া তিন আসামিকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মহসিনের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার একই আদালতে আসামিদের হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে সড়ক ও মাদকদ্রব্য আইনে দুইটি মামলা হয়েছে। আসামিরা মদ্যপান করে গাড়ি চালিয়ে শিক্ষার্থীকে হত্যা করেছে বলে তদন্তে বেড়িয়ে এসেছে। গাড়ির চালকসহ অন্যদের লাইসেন্স ছিলো না। তিন আসামির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।
বৃহস্পতিবার রাতে পূর্বাচলে পুলিশের চেকপোস্টের সামনে মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকা অবস্থায় তিনজন শিক্ষার্থীকে চাপা দেয় বেপরোয়া গতির ওই প্রাইভেটকার। এসময় ঘটনাস্থলেই মারা যান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। আহত তার সাথে থাকা দুই সহপাঠী মেহেদী হাসান ও অমিত সাহা। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পিতা মামলা করলে প্রাইভেট কারের চালক মিরপুর ডিওএইচএস এলাকার মুবিন আল মামুন তার বন্ধু মমিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। পরে ডোপ টেস্টে জানা যায় তারা ছিলেন মাদকাসক্ত।