ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নির্দেশ অমান্য করায় মির্জাপুরে ৭ ইটভাটার চিমনি ধ্বংস 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 9, 2025 - 4:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 113 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে নির্দেশ অমান্য করায় অবৈধভাবে গড়ে ওঠা ৭ ইটভাটার চিমনি স্থায়ীভাবে ধ্বংস করেন পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার ( ৯ জানুয়ারী) সকাল ৮ থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এসব ইটভাটা গুলোর চিমনি ধ্বংস করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার বহুরিয়া এলাকায় এবছরই গড়ে ওঠা, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বাটা ব্রিকস,  বাইমাইল এলাকায় অবস্থিত বি এন্ড বি ব্রিকস, মীর দেওহাটা মল্লিকপাড়া গ্রামে সান ব্রিকস ও মীর দেওহাটা-পাহাড়পুর এলাকায় অবস্থিত রান ব্রিকসসহ ৭টি ইটভাটার চিমনি স্থায়ীভাবে ধ্বংস করা হয়।

এরআগে গত ১২ ডিসেম্বর পরিবেশ সদর অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি অভিযান চালিয়ে ৬টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস সহ প্রত্যেক ইটভাটা মালিকে ৪ লাখ টাকা করে সর্বমোট ২৪ লাখ টাকা অর্থদণ্ড ও অনির্দিষ্টকালের জন্য ভাটাগুলো বন্ধের নির্দেশ দিয়েছিলেন তারপরও ইটভাটার মালিক পক্ষ কোন পদক্ষেপ নেন নাই।

আজকের এই অভিযানে সে সময় উপস্থিত ছিলেন,  টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্ল্যাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।