ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বিশ কোটি টাকা মূল্যের মার্কেট দখলের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 12, 2025 - 9:23 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের চর কালিগঞ্জে ২০কোটি টাকা মূল্যের একটি মার্কেট দখলের অভিযোগ পাওয়া গেছে। এই দখলের প্রতিবাদে আজ দুপুরে সংবাদ সম্মেলন করেছে দখল হওয়া মার্কেটের মালিক হাজী মোহাম্মদ রফিক। তিনি লিখিত বক্তব্যে বলেন,বিগত ২০০৭ সালে ৮তালা বিশিষ্ট আসমা টাওয়ার নামে এই মার্কেটটি নির্মাণ করা হয়।

দীর্ঘ ১৮ বছর যাবত মার্কেটটি তার ভোগ দখলে রয়েছে। ৫ আগস্টের পরে এলাকার একটি প্রভাবশালী মহল তার মার্কেটটি দখল করার নানাভাবে অপচেষ্টা করে। এই সূত্র ধরে শনিবার দুপুরে কালিগঞ্জ এলাকার এক প্রভাবশালী

ভূমিদস্যুর নেতৃত্বে ৫০/৬০জন সন্ত্রাসী অস্ত্র-শস্ত্র নিয়ে জোরপূর্বক তার মার্কেটটি দখল করে সেখানে আহাম্মদ টাওয়ার নামে একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। মার্কেটের মালিক হাজী মোহাম্মদ রফিক এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীসহ ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি হাজী আব্দুল আজিজ, কালিগঞ্জ গার্মেন্টস মার্কেটের জেনারেটর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি প্রমূখ।