ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ৭:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাপাহারে মানুসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 22, 2020 - 7:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সাখাওয়াত হোসেন (২৬) নামের মানুসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার গোয়ালা বাসিন্দা পাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে মানুসিক ভারসাম্যহীন সাখাওয়াত হোসেন মঙ্গলবার ভোরে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের মাহিল কালিন্দর এলাকার ঘোষাল বিল নামক স্থানে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বাহির হয়ে যায়।

সকালে স্থানীয় লোকজন ওই এলাকায় গিয়ে সাখাওয়াতের মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় থানায় খবর দেন। খবর পেয়ে বেলা সাড়ে ১২ টার দিকে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা মাছ ধরার সময় প্রচন্ড শীতের কারণেই তার মৃত্যু হয়েছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, প্রচন্ড শীতের কারনে মানুসিক ভারসাম্যহীন ওই যুবকের মৃত্যু হওয়ায় স্থানীয় লোকজনের উপস্থিতে পরিবারে নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।