ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তাস/ জুয়াখেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ গুরুতর আহত ৬

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 22, 2020 - 7:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 97 বার

হারুনুর রশিদ বিশেষ প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউনিয়নে জুয়াখেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মহিলা সহ ৬ জন আহতের খবর পাওয়া যায়।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন একই গ্রামের আল-আমিন, হাসান মিয়া, রেহেনো আক্তার, জসিম, মোমেন ও আমিনা বেগম।
স্থানীয় সূত্রে জানাযায়, গত ৭ মাস আগে একই গ্রামের অহিদুল্লাহর সাথে তাস খেলা নিয়ে আল-আমিনের তর্কবিতর্ক,বাকবিতন্ডা হয়। পরে সামাজিক ভাবে মিমাংশা করার চেষ্টা করা হলে অহিদুল তা মানতে রাজি হয়নি।

তারই জের ধরে মঙ্গলবার সকালে আল-আমিন জমিতে কাজ করতে গেলে অহিদুল্লার শশুর বাড়ির লোকজন দেশীয় অস্ত্র ও হাতিয়ার নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। আহতের পরিবার জানায়, গত ৭ মাস আগের ঘটনার জেরে একই গ্রামের খোরশেদ, জিয়াউর রহমান, অহিদুল্লাহ, শহিদুল্লাহ, রিয়াজুল, মফিজুল, সাহারাজ ও তার ছেলে কুদ্দুস সহ আরো কয়েকজন মিলে জমিতে কাজ করার সময় আল-আমিনকে মারতে থাকে পরে তাকে বাচাঁতে গিয়ে আরো ৫ জন আহত হয়।

আহত ৬জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তাদের চিকিৎসা দেয়া হয়। পরে ৩ জনের অবস্থা আশংকাজনক দেখা দিলে হাসপাতাল কর্তৃৃপক্ষ তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
এ সংক্রান্ত ব্যাপারে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।