উল্লাপাড়া পৌর সভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন যুবলীগ নেতা আরিফুল
আবির হোসাইন শাহীন : উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে যুবলীগের মীর আরিফুল ইসলাম উজ্জ্বল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাহার চেয়ে আবেদন করেন মীর আরিফুল ইসলাম উজ্জ্বল। তিনি উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।
উল্লাপাড়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাসুদ রানা ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,তিনি নিজে সিরাজগঞ্জ জেলা রিটানিং কর্মকর্তা মোঃ আবুল হোসেনের কাছে গিয়ে,মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রিটার্নিং কর্মকর্তা আবেদন মঞ্জুর করেছে।
উল্লেখ্য আগামী বছর ১৬ জানুয়ারী উল্লাপাড়া পৌরসভা নির্বাচন ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।