ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে গণতন্ত্রে বিজয় দিবস পালন করেছে জেলা আওয়ামি লীগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 30, 2020 - 8:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

আরিফ রববানী,ময়মনসিংহঃঃ ময়মনসিংহ ব্যাপক উৎসাহ উদ্দীপনা জাঁকজমকপূর্ণ পরিবেশে গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ।দিবসটি উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে টাউনহল শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এডভোকেট সাদেক খান মিল্কী টজু এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান, সহসভাপতি এডভোকেট ফরিদ আহমেদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, সাংগঠনিক সম্পাদক ড সামীউল আলম লিটন, জোলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড সেলিনা রশিদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, জেলা মহিলা শ্রমিক লীগ সভাপতি রোকেয়া আফসারী শিখা , জেলা মতসজীবিলীগের আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট পীযুষ কান্তি সরকার, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফকরুল, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক, বিঙ্গান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, আওয়ামী লীগের নেতা প্রদীপ ভৌমিক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।