ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৯:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বগুড়ায় সাংবাদিকের উপর হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে নওগাঁয় মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 31, 2020 - 5:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

রহমতউল্লাহ আশিকুজ্জামান নুর, নওগাঁ জেলা প্রতিনিধি : বগুড়াতে কর্মরত সময় টেলিভিশনের প্রতিনিধি মাজেদুর রহমান ও ক্যামেরা পার্সন রবিউল ইসলামের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপূরে জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের মুক্তির মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক বাংলাদেশ বেতারের নওগাঁ জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, সময় টেলিভিশনের এমআর রকি, মর্নিং অভজারের ওবাইদুল হক, একাত্তর টেলিভিশনের তন্ময় ভৌমিক ও বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল।

এ সময় বক্তরা বলেন, বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ণ প্রকল্পে নিম্নমানের সামগ্র দিয়ে কাজের ভিডিওচিত্র ধারণ করার সময় সময় টেলিভিশনের সাংবাদিক মাজেদুর রহমান ও ক্যামেরা পার্সন রবিউল ইসলাম রবির উপর স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া ও শ্রমিকলীগ নেতা জনির নেতৃত্বে তাদের সহযোগীরা হামলা করে ক্যামেরা ভাঙচুর করে মোবাইল কেড়ে নিয়ে বেদম মারপিট করা হয়। অথচ এই ন্যাক্কারজনক ঘটনায় ২৪ ঘন্টা পার হলেও পুলিশ এখনো আসামীদের গ্রেপ্তার করতে পারিনি। দ্রুত আসামীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে জেলার কর্মরত গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গতকাল বুধবার দুপূরে বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও দূর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে শ্রমিক লীগের নেতা-কর্মীদের হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হন সময় টেলিভিশনের সাংবাদিক মাজেদুর রহমান (মাজেদ) ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম (রবি)