রাজশাহীতে পুরুষ ও নারীসহ দালাল চক্রের ১৪ জন ডিবির হাতে আটক
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগরীকে মডেল মহানগরীতে প্রতিষ্ঠার লক্ষে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে অবিরাম কাজ করে যাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
এরই ধারবাহিকতায়, পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের নির্দেশে,সহকারী পুলিশ কমিশনার, গোয়েন্দা শাখা, আরএমপি রাজশাহী মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ছয়ফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় আজ বুধবার বেলা ১১.৩০ টার সময় ঝটিকা অভিযান পরিচালনা করে রাজপাড়া থানাধীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির বিভাগ ও জরুরী বিভাগের সামনে হতে পুরুষ ও নারী সহ দালালচক্রের মোট ১৪ জন ১। মোঃ নাইম হোসেন(৩২), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-লক্ষীপুর ভাটাপাড়া, ২। প্রষাদ দাস (২৪), পিতা-লক্ষন দাস, সাং-কাজীহাটা, ৩। মোঃ নিমু(২৩), পিতা-নিলু রহমান, সাং-প্যারামেডিকেল, ৪। মোঃ নাদিম(২৩), পিতা-মোঃ আবুল হামিদ, সাং-কাজীহাটা, ৫। মোঃ রকি(২০), পিতা-মোঃ রাকিব ইসলাম, সাং-বুলনপুর, ৬। মোঃ সাইদুল ইসলাম(৫৫), পিতা-মৃত মোসলেম শেখ, সাং-কাজীহাটা, ৭। মোঃ সামিউল ইসলাম(২৫), পিতা-মোঃ সবুর আলী, সাং-কাজীহাটা, ৮। মোসাঃ রুপালী ইয়াসমিন(৩৬), স্বামী-মোঃ জসিম, সাং-কাজীহাটা, সর্ব থানা-রাজপাড়া, ৯। মোঃ ইউসুফ আলী(৪০), পিতা-মোঃ আব্দুল্লাহ, সাং-শেখপাড়া, ১০। মোঃ পলান মিয়া(৩৬), পিতা-মৃত সোনা মিয়া, সাং-হেঁতেমখা কলাবাগান, ১১। মোঃ সোহেল রানা(২৬), পিতা-শফিকুল ইসলাম, সাং-বর্ণালীর মোড়, সর্ব থানা-বোয়ালিয়া মডেল, ১২। গৌতম কুমার ঘোষ(৩১), পিতা-দিগেন চন্দ্র ঘোষ, ১৩। মোসাঃ ফারজানা ইয়াসমিন(২৫), স্বমী-মোঃ আলফাজ, উভয় সাং-কাজলা, সর্ব থানা-মতিহার, ১৪। মোসাঃ পলি খাতুন(৪০),থানা-কশিয়াডাঙ্গা, সর্ব মহানগর রাজশাহীদের আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।