৯নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবা করার প্রত্যয় নিয়ে মেম্বার পদপ্রার্থী রাশিদ আলী
এইচ.কে.শরীফ সালেহীন,সিলেট প্রতিনিধি::৯নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের বুক ভরা ভালবাসা নিয়ে ফতেপুর ইউনিয়নে ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিশিষ্ট সমাজসেবক রাশিদ আলী।
সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রাশিদ আলী খুব বেশী পরিচিত ব্যবসায়ী। তার ব্যবসায়ী পরিচালনার পাশাপাশি তিনি এলাকায় সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকেন।
তিনি বিগত সময়ে ৯নং ওয়ার্ডে নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করেছিলেন। ব্যাপক সাড়াও পেয়েছিলেন।মেম্বার পদে নির্বাচনে হেরেও না হলে পিছপা হননি। এলাকায় সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ড সহযোগীতা করে যাচ্ছেন। এলাকায় অসহায় ও হত দরিদ্র পরিবারের পাশে থেকে সহযোগীতা ও সহমর্মিতার হাত প্রসারিত করেছেন।
তিনি আরও জানান, মানুষের ভালবাসা নিয়ে আগামী ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করবো ইনশাল্লাহ।
মুলত মানুষকে সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।মানুষের ভালবাসায় আগামী নির্বাচনে মেম্বার পদে নির্বাচিত হবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মহান আল্লাহ যদি আগামী নির্বাচনে মেম্বার পদে নির্বাচিত করলে ৯নং ওয়ার্ডবাসীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে যাবো ইনশাল্লাহ।