ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঘর পেয়ে খুশি ময়মনসিংহ সদর ইউনিয়নের ভূমিহীন গৃহহীন পাচঁ পরিবার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 3, 2021 - 10:39 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 90 বার

আরিফ রববানী, ময়মনসিংহ :  ময়মনসিংহ সদরে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সার্বক্ষণিক তদারকিতে ও ঐকান্তিক প্রচেস্টায় স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত পরিবেশে ভুমিহীন ২২০টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নতুন বাড়ি পাচ্ছেন। ইতিমধ্যে উপজেলার বোররচর, সিরতা,পরানগঞ্জ, ঈশ্বরদিয়া, চরনিলক্ষীয়া এই পাঁচটি ইউনিয়নের প্রকৃত গৃহহীন ও ভূমিহীন উপকারভোগীদের মাঝে ঘর বন্টন করেছন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। 

মহান স্বাধীনতার স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ আহবান গৃহহীনদের গৃহদান প্রতিপাদ্যকে বাস্তবায়নে ভুমিহীন গৃহহীনদের গৃহ দান প্রকল্প গ্রহণ করেছেন সরকার। এরই প্রেক্ষিতে মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলায় মুজিব শতবর্ষে ক শ্রেণির গৃহহীন ও ভূমিহীনদের আশ্রায়ণ প্রকল্পের আওতায় ভুমিহীন গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে এসব বাড়ী নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে এসব নির্মাণাধীন ঘরগুলো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজার তত্ত্বাবধানে মনোরম পরিবেশে সবুজ টিনের ছাউনির তৈরী সারি সারি ঘরগুলো দৃশ্যমান হচ্ছে এবং নির্মিত বাড়ি দেখে অসহায় ভূমিহীন পরিবারগুলোর মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ, চোখে মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ওই ঘরে বসবাস করার স্বপ্ন দেখছে গৃহহীন পরিবারগুলো, কখন উঠবে স্বপ্নের সেই ঘরে- এই ভাবনায় দিনগুণছেন এই অসহায় মানুষগুলো। সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, বাস্তবায়নাধীন এসব প্রতিটি ঘরের জন্য মোট বরাদ্দ দেওয়া রয়েছে এক লাখ ৭১হাজার টাকা। এতে রয়েছে ২০ ফুট বাই ২২ ফুট প্রস্থের ২টি কক্ষ। একটি রান্নাঘর ও একটি টয়লেটসহ সামনে খোলা বারান্দা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সদর উপজেলায় ২২০টি বাড়ির দ্রুত গতিতে নির্মাণ কাজ চলছে। এর মধ্যে ৫টি ইউনিয়নে উপকারভোগীদের মাঝে ঘর বন্টন করেছেন ময়মনসিংহ সদর থানার ইউএনও ।

তিনি বলেন, মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন কর্তৃক নির্মাণাধীন বাড়ীগুলোর কাজ প্রায় শেষের দিকে, আশা করছি জানুয়ারী মাসেই এসব ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা সম্ভব হবে।