ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালিতে কৃতি শিক্ষার্থী দেখা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 4, 2021 - 9:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 90 বার

জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : প্রবাস জীবনে সংসারের আয়ের জন্য সবাই অর্থের পিছনে ছুটতে গিয়ে নিজের শিক্ষা জীবনকে মাঝ পথেই বিশ্বর্জন করে দেন। কি ন্তু অনেক পরিবার আছেন যারা অর্থকে নয় শিক্ষাকে প্রাধান্ন দিয়ে নিজের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। তাদের ই একজন ইতালির ভেনিসে বসবাসরত জুয়াইরিযা উদ্দিন দেখা । দেখার জন্ম বরিশাল বিভাগের পটুয়াখালি জেলা সদরে। ২০০৪ সালে মায়ের সাথে বাবার কর্মস্থল ইতালির ভেনিস শহরে আগমন ।

এখানেই প্রাইমারি, মাধ্যমিক,উচ্চমাধ্যমিক এবং এবার ফেরারা ইউনিভার্সিটি থেকে বায়োটেকনোলজি তে অনার্স ডিগ্রি সম্পন্ন করেন। এবং ভেরোনা ইউনিভার্সিটি তে মাস্টার্স ডিগ্রিতে মলিকিউলার মেডিকেল বায়োটেকনোলজি বিষয়ে মেধা তালিকায় শিক্ষার সুযোগ পেয়েছেন। সে মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী থাকাকালীন সময়ে একজন ভাল সংগীত শিল্পী হিসেবে বিভিন্ন সময় পুরস্কারে ভূষিত হয়েছে । সে পটুয়াখালি জেলার গলাচিপার অন্তর্গত মৌডুবী গ্রামের জনাব এম ডি সরোয়ার উদ্দিন এর নাতনি এবং পটুয়াখালি র খেতনামা এডভোকেট, প্রাক্তন পাবলিক প্রসিকিউটর এবং পটুয়াখালি জেলার আওয়ামী লীগের সহ সভাপতি জনাব নুরুল হক তালুকদার তার নানা ।

বাবা এম ডি আকতার উদ্দিন ইতালিয়ান রেল ওয়েতে কর্মরত ,মা একটা হোটেলে কর্মরত । বাবা মা দুজনেই রাজনীতি বিজ্ঞানে অনার্স সহ মাস্টার্স করেছেন। দেখার ভবিষ্যতের স্বপ্ন পড়াশুনা শেষ করে যদি সুযোগ থাকে তবে বাংলাদেশে তার এই শিক্ষা দরীদ্র মানুষের জন্য কাজে লাগাবেন। কেননা শিক্ষার বিষয়বস্তু মেডিকেল সায়েন্সের সাথে সম্পৃক্ত । দেখার সফলতায় ভেনিস প্রবাসী বাংলাদেশীরাও আশার আলো দেখছে।

ইতালিয়ানদের পাশাপাশি বাংলাদেশী শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষ করে সরকারী বা বেসরকারি প্রতিষ্ঠানে জায়গা করে নিবে এটাই প্রত্যাশা সকলের।