ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হচ্ছে না জুলিয়ান অ্যাসাঞ্জকে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 5, 2021 - 12:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করার নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। গত সোমবার ব্রিটেনের একটি আদালত এই রায় দেন।

লক্ষাধিক গোপন নথি অনলাইনে ফাঁস করে দেওয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে বর্তমানে ব্রিটেনে বন্দী আছেন অ্যাসাঞ্জ।

৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ১৮টি অভিযোগ রয়েছে। আফগানিস্তান ও ইরাকে মার্কিন হামলার বিস্তারিত তথ্যের পাঁচ লাখ ফাইল প্রকাশ করায় তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়।

আদালতে রায় প্রদানের সময় জেলা জজ ভেনেসা ব্যারাইস্টার বলেন, তাকে হস্তান্তর করা দমনমূলক হবে এবং আমি তাকে মুক্তির নির্দেশ দিচ্ছি।

যুক্তরাষ্ট্র বলেছে, যুক্তরাজ্যের আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হলে অ্যাসাঞ্জের ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত। ব্রিটেনের রায়ের আগে জার্মানি ও জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হস্তান্তরের ক্ষেত্রে মানবাধিকার ও মানবিক সমস্যাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।