মার্কিন সেনা প্রত্যাহারের দাবি মধ্যপ্রাচ্য থেকে
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রথম বার্ষিকীতে ইরাক থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ।
একই রকম দাবি করেছে ইয়েমেন, সিরিয়া, লেবাননসহ বেশ কয়েকটি দেশ। এদিকে ইরানের রেভ্যুলেশনারি গার্ড বলেছে, বিলম্ব হলেও সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে।
জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানান কয়েক লাখ ইরাকি। তারা সোলাইমানি এবং ইরাকি কমান্ডার মাহদিসহ নিহত সবার বিচার দাবি করেন। একই সঙ্গে দাবি জানানো হয়, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের। এ সময় যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন জ্বালিয়ে মার্কিনবিরোধী নানা স্লোগান দেন তারা।
মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ উসকে দিচ্ছে বলে দাবি করেছেন লেবাননের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। অবিলম্বে মার্কিনিদের মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এ ছাড়া মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করারও শপথ নেন হিজবুল্লার যোদ্ধারা।
এ ছাড়া জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের বার্ষিকীতে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাবিরোধী বিক্ষোভ হয়েছে সিরিয়া, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড-আইআরজিসি বলেছে, সোলাইমানির রক্তের প্রতিশোধের অপেক্ষায় আছে ইরান। উপযুক্ত সময়ে, সঠিক জায়গায় যুক্তরাষ্ট্রকে মোক্ষম জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন বাহিনীর মুখপাত্র।