ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সয়দাবাদে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত !

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 6, 2021 - 1:25 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 96 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃঃ সিরাজগঞ্জে ট্রাকচাপায় আব্দুল খালেক নামে (২৫) এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভগ্নিপতি সাইফুল ইসলাম (৪০) আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ পূর্ণবাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং আহত সাইফুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বেলটিয়া গ্রামের মৃত আজাহার তালুকদারের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, সয়দাবাদ পূর্ণবাসন এলাকার আঞ্চলিক সড়ক থেকে মোটর সাইকেলটি মহাসড়কে ওঠার চেষ্টা করছিল।

এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটর সাইকেলে থাকা দু’আরোহী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ সময় আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করেছে। তবে এর চালক ও সহকারি পালিয়ে গেছে।