ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ১০:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ার রাউৎগাঁওয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 6, 2021 - 1:28 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 180 বার

সেলিম আহমেদ,সিনিয়র করেসপন্ডেন্ট: মৌলভীবাজার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও মদিনা বাহী কাফেলার উদ্যোগে ৩রা জানুয়ারি রোবার সকাল ৯টায অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে হাফিজ রাজু আহমদের উপস্হাপনায় ৬ টি হাফিজিয়া মাদ্রাসার ১৮ ছাত্র প্রতিযোগিতা অংশগ্রহন করেন।

বিচারকের দায়িত্বে ছিলেন জুড়ী উপজেলার বহডর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল আজিজ। সহকারী বিচারকের দায়িত্বে ছিলেন তালমপুর বাহারপুর ইয়াকুবিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ হাবিবুর রহমান। লতিফিয়া এস ইউ হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষক মোঃ জাকারিয়া।

প্রথম পর্বে প্রতিযোগিতায় অনুভূতি প্রকাশ করেন বক্তব্য দেন হাফিজ রহম উল্লাহ।হফিজ আব্দুল গনী,হাফিজ সিহাব উদ্দীন।হাফিজ ইন্তাজ আলী,হাফিজ আব্দুল বাছিত, হাফিজ আব্বাছ আব্বাছ আলী।প্রভাষক খালেদ আহমদ, আবুল মিয়া, হাফিজ নাসির উদ্দীন।

২য় পর্ব সংঘঠনের সভাপতি আস্দুস সালামের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলামের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথর বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, পুরশাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ আনছার উদ্দীন, প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, আব্দুল মুক্তাদির মনু,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সৈয়দ ইকবাল সালাম, কাতার ওয়েল ফেয়ার এসোশিয়েশোনের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম স্বপন।
তরুণ সমাজ সেবক ব্যবসায়ী লিটন হোসাইন মিয়া,শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক শামিম আহমদ।হামদ নার্ত পরিবেশন করেন আকবর হোসেন। কুরআন থেকে তেলওয়াত করেন রুবেল আহমদ।
অনুষ্ঠানে বিশেষ আতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাফিজ মুজাহিদ ইসলাম, দলিল লেখক আব্দুস সালাম, হাফিজ তুহিন আহমদ। চৌধুরী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ লুৎফুর রহমান, সালামত খান।
আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ